
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল ও এক মাদক ব্যবসায়ী মহিলা গ্রেফতার।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে একটি চৌকস টিম ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯:৪০ এ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ
মনিরুজ্জামান খান জানান, গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র ৮ নং তোয়াকুল ফুলতৈছগামে জনৈক মাদক ব্যবসায়ী শানুরের বসতঘরের ভিতরে মাটির মেঝের নিচে গর্ত করে রাখা ১৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল কৌশলে গোপন সূত্রের ভিত্তিতে উদ্ধারপূর্বক সালুটিকর তদন্ত কেন্দ্রের ১টি চৌকস টিম অভিযান পরিচালনা করে ফেনসিডিল
জব্দ করে। শানূরের স্ত্রী মিনারা বেগমের দখলে থাকায় তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক আসামি গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।