
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বা যখন ইউনিয়ন শাখার অন্যতম নেতা লিটন আহমেদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি।
লিটন দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সিলেটের ইবনেসিনা হাসপাতালের আই সি ইউ তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লিটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বকস ও সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা।
এক শোকবার্তায় তারা বলেন, লিটন আহমেদ’র মৃত্যুতে এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেস্ত নসিব এবং গভীর শোকে কাতর পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
(প্রেস বিজ্ঞপ্তি)