মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

পরিবেশ ভারসাম্য বজায় রাখতে পাথর-বালুর বিকল্প কর্মসংস্থান খুঁজতে হবে : জেলা প্রশাসক

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন | ব্যবস্থাপনা সম্পাদক
অক্টোবর ১৫, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, জনগণের কল্যাণে সরকার সব সময় বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে কাজ করে আসছে। জনগণের জন্য প্রশাসন এমন মানসিকতা নিয়ে প্রশাসন জনসেবা দিয়ে যাচ্ছে। কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদেরকে পরিবেশ ভারসাম্য বজায় রাখতে পাথর, বালুর বিকল্প কর্মসংস্থান খুঁজতে হবে। এ ক্ষেত্রে পর্যটন ব্যবস্থাপনা হতে পারে একটি সময়োপযোগী পদক্ষেপ। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো পর্যটক দর্শনার্থীর আগমন ঘটে। সিলেট অঞ্চলের পর্যটন ব্যবস্থাপনাকে আরও ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে। জাফলং, রাতারগুল, বিছনাকান্দিসহ গোয়াইনঘাটেও বেশকটি জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে এবং এগুলো গোয়াইনঘাটসহ অত্রাঞ্চলের বসবাসকারী জনগণের জন্য একটি সম্ভাবনাময়খাত। পর্যটন ব্যবস্থাপনাকে আরও দৃষ্টি নন্দন করতে সরকারি বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। বেসরকারি উদ্যোগে পর্যটনখাতে বিনিয়োগকারীদেরও সহযোগিতা করবে সরকার। এ লক্ষে স্থানীয় পর্যটন কেন্দ্রিক ব্যবসা, বানিজ্যিক প্রসারে বিনা মর্ডগেজে এসএমই ঋণের ব্যবস্থা করা যেতে পারে।

তিনি মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুনায়েদ আহমেদ, সিলেট জেলা প্রশাসনে নিযুক্ত ৬ জন ম্যাজিস্ট্রেট।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন শিহাব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লোকমান হোসেন শিকদার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিনহাজ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লোকমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের আহবায়ক মিনহাজ উদ্দিন প্রমুখ। এছাড়াও একই দিনে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা এই প্রতিপাদ্যে সেবা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জিংক সমৃদ্ধ ধান চাষ প্রদর্শনী প্লটের জন্য ওয়ার্ল্ড ভিশনের বীজ বিতরণ

পাথর কোয়ারি সচলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সভা

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে টিসিবির চাল জনতার হাতে আটকের ঘটনায় স্মারকলিপি প্রদান

সিলেটে ৩ ঘণ্টায় ২২০ মিমি বৃষ্টিপাত, জলমগ্ন ওসমানী মেডিকেল

জাফলংয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা