প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল আটক করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় বুধবার সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) আওতাধীন সিলেটের বিভিন্ন সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (১৬ অক্টোবর) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ভারতীয় শাড়ী ১০৮ টি, নিভিয়া সফট ক্রিম-২৪৩০ পিস, প্রেকটিন সিরাপ-১৪১৫ টি, চিনি-১৫০০ কেজি, বিড়ি-১৬৮০ প্যাকেট, সুপারি ৭৪৪০ পিস, সাবান-৭৫০ টি এবং বাংলাদেশী রসুন-৫৯০ কেজি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-০২ টিসহ অন্যান্য মালামাল আটক করে।
যার আনুমানিক সিজার মূল্য ৪২ লক্ষ ১৫ হাজার ২ শত ৪০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।