সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে ২টায় তামাবিল স্থল বন্দর এলাকায় আয়োজিত এ সাধারণ সভায় স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ শর্মার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আনোয়ার হোসেন জুবের, মনসুর আলী ভূঁইয়া, ইউপি সদস্য ওমর ফারুক, উপদেষ্ঠা আন্তাজ মিয়া, তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বর্তমান সাধারণ সম্পাদক মহরম আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকনেতা শাহজাহান আহমেদ, শ্রমিক নেতা মনির আহমেদ, মোতালেব দেওয়ান, ফরিদ মিয়া, সিদ্দিক আলীসহ সংগঠনের সদস্য এবং নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে আগামী ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।