মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
নভেম্বর ৫, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আট কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছ বিজিবি।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী রাধানগর এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদা’র নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে জাফলংয়ের সংগ্রাম ভিওপিতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ৪৮ বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী-২,৯০৭ পিস, কাশ্মীরি শাল- ১,১৬২ পিস, থ্রী পিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২,৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১,১৬০ মিটার, মকমলের সোভার কভার-১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪,৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ ১,৬৬৯ পিস, জনসন বেবী লোশন ৬১২ পিস, ব্রিকস চকলেট ২,৬২,৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩,২৬০ পিসসহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১ শত ৫০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত