সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকার সাধারণ শ্রমিকদের দুঃখ-দুদর্শা দেখতে ও পাথর কোয়ারি এলাকা পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ।সোমবার বিকেলে বিছনাকান্দি পাথর কোয়ারি পরিদর্শন করেন তারা।
এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সুরমান আলী, সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সদস্য সুহেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পদক আব্দুস সালাম, বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক ইসাদ আলী, রুস্তমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মতছির আলীসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শ্রমিক দলের নেতৃবৃন্দ স্থানীয় শ্রমিকদের ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন দীর্ঘদিন আপনার অপেক্ষা করেছেন আর কিছুদিন অপেক্ষা করুন। পাথর কোয়ারি খোলার ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই আপনাদের মাঝে আমরা পুনরায় সুখবর নিয়ে আসব ইনশাআল্লাহ।