২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় বোরো ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়াইনঘাটের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়সহ কৃষকবৃন্দ।
উপজেলার ১৩টি ইউনিয়নের ৪ হাজার ৮ শত জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।