প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ণ
মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা এই প্রতিপাদ্যে সেবা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

"মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা" এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে নতুনদের মেধার সন্ধানে সেবা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ই ডিসেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম-১০ম শ্রেনীর ৮শত ৫৬ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে।
বেলা ১১ টায় জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, জাফলং উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ'র শিক্ষক ও সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়ক রিয়াজ উদ্দিন, সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফসহ স্থানীয় শিক্ষা অনুরাগীরা।
ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
বৃত্তি পরীক্ষার আয়োজক সেবা ফাউন্ডেশন এর সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, আমরা প্রথমবারের মতো এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি, প্রতিবছর এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। পরীক্ষায় অংশগ্রহনকারীদের খাতা মুল্যায়ন করে ১৬ই ডিসেম্বর সোমবার বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে।
Copyright © 2025 All rights reserved Jaflongnews24.com