সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্তে বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় দায়েরকৃত এজাহারে ঘটনার সাথে জড়িত নয় এমন একাধিক ব্যক্তিদের আসামি করার প্রতিবাদে এবং মিথ্যে এই মামলা থেকে অব্যাহতি প্রদান ও তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও পাহাড় তলী গ্রামের লোকজন।
সোমবার ( ১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ভীতরগুল পাহাড় তলী গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দুদ মিয়া, বিউটি বেগম, চকিনা বেগম, রাসিয়া বেগম, শারমিন বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দমদমীয়া সীমান্তে  বিজিবি সদস্যর ওপর হামলার ঘটনায় ১৮ জনকে আসামি করে মামালা করেছে বিজিবি। আসামীদের  মধ্যে ৮ থেকে ১০ জন কোন প্রকার চোরা কারবাড়ির সাথে জড়িত নয় এবং নিরীহ পরিবারের লোকজন। চোরাকারবারের সাথে তাদের কোন সম্পৃক্ততা না থাকার পরও তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বিজিবি। এ সময় তারা আরও বলেন প্রকৃত অনেক চোরাকারবারী মামলার এজহার থেকে বাদ পড়লেও কিছু স্বার্থন্বেষী মহলের তদবিরে নির্দোষী অনেকেকে মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে বিজিবির করা মামলার ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম। পরিবারের অন্যান্য সদস্যরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। সঠিক তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবী জানান তারা।
উল্লেখ, গত ৬ জানুয়ারি গভীর রাতে দমদমীয়া সীমান্তে গরু চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত হন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনের নাম অজ্ঞাত করে  গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি কতৃক গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। মামলার প্রত‍্যেকটি আসামী চোরাকারবার, ঘটনাস্থলে উপস্থিত ছিলো এবং ধারালো অস্ত্র দিয়ে বিজিবি টহলকে আক্রমন করেছিলো, এটা নিশ্চিত হয়ে মামলা দেয়া হয়েছে। একদল স্বার্থান্বেষী মহল সাধারন জনগনকে ভুল বুঝিয়ে মানব বন্ধন করে ঘটনাকে অন‍্যখাতে প্রবাহিত করে চোরাচালানকে সহায়তা করার প্রচেষ্টা করছে । বিজিবি সর্বদাই দেশ ও জনগনের সার্বিক কল‍্যানে কাজ করছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে সর্বোচ্চ চেষ্টা অব‍্যাহত থাকবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিতের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

বিজিবি’র অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা কর্মশালা ও নারী সমাবেশ অনুষ্ঠিত

গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারের মৃত্যু: তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

ভদ্র ব্যবহার ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে হবে: গোয়াইনঘাটে বরণ অনুষ্ঠানে নবাগত ইউএনও

দূর্গাপুজা উপলক্ষে জাফলংয়ে হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিজিবির মতবিনিময়

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ