
প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা সমলয় পদ্ধতিতে কৃষি চাষ করছে এটা সুখবর। কম সময়ে এবং কম খরচে কৃষকেরা ফসল যাহাতে ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। খাদ্য চাহিদা পূরণে খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করে সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকেরা লাভবান হবে। কৃষিকে এগিয়ে নিতে উদীয়মান মান তরুণরাই এগিয়ে আসতে হবে। কৃষিকে পরিবর্তন করতে সরকারের পাশাপাশি সকল কৃষককে এগিয়ে আসা উচিত।

গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গুরুকচি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিগ সংরক্ষন কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, ইউপি সদস্য জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য এনামুল হক তরফদার প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের শুভ উদ্বোধন করেন।