রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফূর্তঃ অংশগ্রহণে গোয়াইনঘাট প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় গোয়াইনঘাট প্রেসক্লাব হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন এর যৌথ পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য এম এ মতিন।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়রাম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে ইফতার ভ্রাতৃত্ব বন্ধনে গুরুত্ব রাখে। জেলা প্রেসক্লাবের ইফতার আয়োজনের মাধ্যম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে সংযোগ তৈীর হয়েছে, তা দৃষ্টান্তমূলক। ক্লাবের প্রত্যেক সদস্য এ অঞ্চলের মানুষের জন্য এবং দেশের উন্নয়র্নে তাদের কলম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে আমরা যেন প্রকৃত তথ্যটা পাই। কোন কোন ক্ষেত্রে দুই-একজনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। মানুষ এই গুজবকে সত্য মনে করে ফেলার কারণে অনেকেই মব জাস্টিসের শিকার হতে হয়। তাই প্রকৃত সাংবাদিকরা আমাদের সহযোগিতা করতে হবে। যাতে আগামীতে শক্ত অবস্থান নিয়ে একটি সন্ত্রাসমুক্ত, দখলদারমুক্ত দেশ গড়ে তুলতে পারি।
অনুষ্ঠানে বিশেষ মেহমানের বক্তব্য সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল আহমদ বলেন, কলম সৈনিকরা সব সময় দেশ ও জাতির কল্যাণে কলম নিয়ে স্বোচ্ছার ছিলেন এবং থাকবেন। পরিবর্তিত পরিস্থিতি দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে কী হয়েছে, মানুষ সেটা ভুলে যেতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সকলকে নব-উদ্যমে কাজ করে যেতে হবে।
আমাদের এই গোয়াইনঘাটের উন্নয়নে গোয়াইনঘাট প্রেসক্লাবের সকল কলমসৈনিক তাদের লেখনীর মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ মতিন, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বারহাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ  মাওলানা নেছার আহমদ,  উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক এম এ রহিম, সিনিয়র সাংবাদিক কামাল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মিনহাজ উদ্দিন, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমদ আল মাসুদ প্রমুখ।
এ সময় সম্মানিতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ,
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক ইমরান আহমদ, মহানগর কৃষক দলের সাধারন সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শরিফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা এবাদুুর রহমান, এখলাছুর রহমান, গোয়াইনঘাট থানার এসআই জাহিদ হাসান, সাইদুল ইসলাম, রাকিব আহমেদ, উপজেলা স্যনেটারি ইন্সপেক্টর রমজান আলী, উপজেলা কর্মচারী সংসদের সাধারন সম্পাদক শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মিনাস সামসি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইফতার মাহফিল ধর্মীয় গন্ডিতে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে। যা দেশের স্বার্থে খুবই প্রয়োজন। ঐতিহ্যবাহী গোয়াইনঘাট প্রেসক্লাব এমনই এক আনন্দঘন ইফতারের আয়োজন করেছে।
বক্তারা আরও বলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্মারক। গোয়াইনঘাটের উন্নয়ন ও অগ্রগতিতে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্যদের বস্তুনিষ্ট সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতি সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ইফতার মাহফিলে সম্মানিত অতিথিরা গোয়াইনঘাট প্রেসক্লাবের সঙ্গে তাদের চমৎকার সম্পর্কের বিষয়টি তুলে ধরে ক্লাব-কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান শেষে ইফতারের আগমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন গোয়াইনঘাট মডেল জামে মসজিদের ইমাম হাফীজ মাওলানা আব্দুল খালিক।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

তামাবিল সীমান্ত দিয়ে ভারতে গমনের সময় ইউপি চেয়ারম্যান আটক

গোয়াইনঘাটে ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে জামায়াতের বিক্ষোভ

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে যাত্রা শুরু করেছে পিয়াইন ফুড এন্ড জুস বার: আয়ের একটি অংশ মানব কল্যাণে ব্যয় করা হবে

পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করলে সময় ও অর্থ সাশ্রয় হবে.. কাজী মজিবুর রহমান

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা