
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ মার্চ) বিকেলে আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার।
এ সময় সভায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই জাহিদসহ জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশবাদী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চা-বাগান কতৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় মতবিনিময় সভায় অংশীজনসহ বক্তারা বলেন, বালু-পাথর হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। এগুলো যারা লুণ্ঠন করে তারা শক্তিশালী এবং ভয়ংকর ফেরোসাস। তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভূমিখোকো, বালু-পাথরখেকো, পাহাড় খোকোদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে না পারলে তাদের দমন করা যাবে না। এরা এক জায়গায় সুযোগ পেলে আশপাশের সব জায়গা থেকে বালু-পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংসের পাশাপাশি বৃহৎ এলাকাকে ধ্বংস করে।
এ সময় অংশী জনেরা পূর্বের ন্যায় ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করে সনাতন পদ্ধতিতে সিলেটের সকল পাথর কুয়ারী থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়ার জন্য আহবান জানান।