প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
ঈদকে সামনে রেখে সিলেট সীমান্তে ৪৮ বিজিবি’র নিরাপত্তা জোরদার: ৩ মাসে ৪০ কোটি টাকার পণ্য জব্দ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
শুক্রবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট সীমান্ত অঞ্চলের মোট দৈর্ঘ্য ৮১ কিলোমিটার। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এই দীর্ঘ সীমান্তরেখা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং পুশ-ইন বন্ধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
বিশেষ করে আসন্ন ঈদকে ঘিরে চোরাকারবারীদের বাড়তি তৎপরতার আশঙ্কায় সীমান্তে নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরালো করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গবাদি পশু ও অন্যান্য পণ্য সামগ্রী প্রবেশ রোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়াও ঈদ উপলক্ষে জাফলং ও ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পর্যটকদের ব্যাপক আগমন প্রত্যাশিত। সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিজিবি সূত্রে আরো জানানো হয়, গত তিন মাসে ৪৮ বিজিবির অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪,৩৫২ পিস ভারতীয় শাড়ি, ৬৩২ পিস লেহেঙ্গা, ২৮৫ পিস থ্রি-পিস, ৪৮০ মিটার থান কাপড়, ৪,৯২,৬৩০ পিস কসমেটিক সামগ্রীসহ আনুমানিক ৪০ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ১৮ টাকার পণ্য।
ধারণা করা হচ্ছে, ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে চোরাকারবারীরা এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং দেশীয় স্বার্থ রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।
Copyright © 2025 All rights reserved Jaflongnews24.com