ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কবিতা
  5. খেলাধুলা
  6. গোয়াইনঘাট
  7. জাতীয়
  8. জৈন্তাপুর
  9. প্রচ্ছদ
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফ স্টাইল
   
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে “বিট পুলিশিং সভা” অনুষ্ঠিত

মো: করিম মাহমুদ লিমন | ব্যবস্থাপনা সম্পাদক
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১২ নং সদর ইউনিয়নে মাদক, চোরাচালান, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে স্থানীয় পরগনা বাজারে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদি হাসান।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদি হাসান বলেন, সীমান্তবর্তী থানা হওয়ায় গোয়াইনঘাটে চোরাকারবারি এবং মাদক ব্যবসায়ীরা সর্বদা চোরাচালানে তৎপর থাকে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনি ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গোয়াইনঘাট সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান বলেন, সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দারগোড়ায়। নিরাপদ গোয়াইনঘাট গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এই গোয়াইনঘাট বাংলাদেশের রোল মডেল থানা হিসাবে গড়ে তোলা সম্ভব।  বর্তমান সরকার ও পুলিশের আইজিপি মহোদয় পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আসুন এবং সেবা নিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরগনা বাজার কমিটির সেক্রেটারি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।