
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেনজলাতঙ্ক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যা একবার হলে রোগীকে বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ে। তবে বর্তমানে উন্নত চিকিৎসার কারণে কিছুটা হলেও কমেছে। র্যাবিস ভাইরাস দ্বারা কোনো মানুষ বা প্রাণী আক্রান্ত হলে যে রোগের লক্ষণ প্রকাশ পায় তাকে বলা হয় জলাতঙ্ক রোগ। কুকুর, বিড়াল, বানর, বাদুড়, বেজি ইত্যাদি প্রাণী র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এবং এরা মানুষকে কামড়ালে এই রোগ হয়। এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীর দেহে স্থানান্তরিত হতে পারে তার লালা বা রক্তের দ্বারা। এদের মুখের লালায় র্যাবিস ভাইরাসের জীবাণু থাকে। কোনোভাবে তা সুস্থ প্রাণীর রক্তের সংস্পর্শে এলে, রক্তের মাধ্যমে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃক আয়োজিত গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ কিশলয় সাহার সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক নিখিল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মিজানুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডাঃ তৌফিক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ আলী হোসেন প্রমুখ।