ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কবিতা
  5. খেলাধুলা
  6. গোয়াইনঘাট
  7. জাতীয়
  8. জৈন্তাপুর
  9. প্রচ্ছদ
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফ স্টাইল
   
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়

Link Copied!

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ ও সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে গোয়াইনঘাট থানা হলরুমে গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুলের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, সালুটিকর ডিগ্রি কলেজের সভাপতি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মলেন্দু পাল নান্টু, গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুবাস চন্দ্র পাল ছানা, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ নিত্যানন্দ দাস, সন্তোষ চন্দ, বিধান চন্দ, সাংবাদিক মিনহাজ উদ্দিন, মাইটিভি প্রতিনিধি হুময়ান আহমদ, এসএ টিভি প্রতিনিধি সালমান শাহ, পূজা উদযাপন পরিষদ নেতা গোপাল শর্মা, রায়সান দাশ প্রমূখ।
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দূর্গাপূজায় যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্ভিঘ্ন করণে সবাইকে এক যুগে কাজ করার আহবান জানান। অতিতের ন্যায় যে কোন মূল্যে পূজার পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শেষ করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয় গোয়াইনঘাটে ৩৯টি মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে থানা পুলিশ বিভাগ কার্যকর ব্যবস্হা নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।