
অতিতের ন্যায় যে কোন মূল্যে পূজার পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ করতে সকলের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও গোয়াইনঘাটের প্রতিটা পূজা মন্ডবে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও অপ্রীতিকর ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্তকরণের জন্য পূজা মন্ডপে আইপি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিং করা হবে।
আসন্ন দূর্গাপূজায় যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্ভিঘ্ন করণে সবাইকে এক যুগে কাজ করার আহবান জানিয়ে ইউএনও আরও বলেন, সকল ধর্মালম্বী মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সরকার খুবই আন্তরিক।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
রবিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাস চন্দ্র পাল সানা, গোয়াইনঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন, বীর মুক্তিযোদ্ধা নির্মলেন্দু কুমার পাল নান্টু, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।