
সিলেটের গোয়াইনঘাটে দুটি পিকআপ ভর্তি ভারতীয় ৯৯ বস্তা চিনিসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গোয়াইনঘাট থানার এস আই জাকিরুল ইসলাম গোয়াইনঘাট-সারিঘাট সড়কের লেংগুরা ব্রীজের পশ্চিমে গাড়ি তল্লাশি কালে দুইটি ডিআই পিকআপ থেকে ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন। এ সময় ভারতীয় চিনি পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। ধৃত আসামিরা হলেন গোয়াইন গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে গাড়ীর চালক মোঃ দারা মিয়া ও জৈন্তাপুর উপজেলার হেমু মাঝেরটুল গ্রামের নুরুল আবেদীনের ছেলে মোঃ সাহেল আহম্মদ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুই আসামিসহ ৬ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
দুটি পিকআপ গাড়ি ও ভারতীয় চিনিসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।