
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার সবধরনের সহায়তা প্রদান করছে, যাতে সাধারণ মানুষের জীবনমান আরো উন্নত হয়। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারের নানা সহয়তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার হাওরাঞ্চলে সমন্বিত প্রাণী উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের উন্নত জাতের গৃহপালিত পশুপাখি বিতরণ করছে।
গোয়াইনঘাটে প্রাণীসম্পদ উন্নয়ন কার্যালয়ের আয়োজনে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণী উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগী ৪শত ২০ টি পরিবারের মাঝে মুরগী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান কথাগুলো বলেন।
বুধবার বেলা ১২ টায় প্রাণীসম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাঃ জামাল খানের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পদক মোঃ আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিনসহ স্হানীয় গনয়মান্য ব্যাক্তিবর্গ ও কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।