
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নওয়াগাওঁ প্রত্যাশা কিন্ডারগার্টেনের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যাশা কিন্ডারগার্টেন আয়োজন করে প্রিয় শিক্ষক সম্পর্কে পত্র লেখা প্রতিযোগীতা। উক্ত প্রতিযোগীতায় (ক)বিভাগে ৫০ জন এবং (খ) বিভাগে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এতে (ক) বিভাগে ১ম স্থান রেদোয়ান সোবহান নাহিদ, ২য় মনোয়ার মাহতাব আবিদ ও ৩শ আবু হানিফ লাবিব উত্তীর্ণ হয়েছে।
(খ) বিভাগে ১ম আবরার হাৃমিম,২য় আব্দুল মোহসেন তাহমিদ এবং ৩য় হয়েছেন খাদিজা তাবাসসুম সীমা। বৃহস্পতিবার (৫ অক্টোবর)সকাল ১১ টায় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত পত্র লেখা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নওয়াগাওঁ প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সহসভাপতি সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ গুলজার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি ও প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সদস্য এম এ মতিন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত পত্র লেখার পুরস্কার ঘোষণা করেন প্রত্যাশা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আহসানুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী সোহান দে, সৈয়দ লিয়াকত আলী, হাবিবুর রহমান, শরিফ আহমদ, মোমতানা বেগম সাজনা বেগম