ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কবিতা
  5. খেলাধুলা
  6. গোয়াইনঘাট
  7. জাতীয়
  8. জৈন্তাপুর
  9. প্রচ্ছদ
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফ স্টাইল
   
আজকের সর্বশেষ সবখবর

ডৌবাড়ী ঘোড়াইল কলেজের নবীন বরণে বক্তরা নৈতিক শিক্ষা অর্জন করে দেশ সেবায় এগিয়ে আসতে হবে

এম এ মতিন ! সহযোগী সম্পাদক
অক্টোবর ১২, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ শুধু সনদ অর্জনের জন্য নয়, আলোকিত মানুষ হওয়ার জন্য পড়ালেখা করতে হবে। দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১ টায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ঘোড়াইল কলেজ মিলনায়তনে (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান এসব কথা বলেন। ইউএনও বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার প্রয়োজনীয়তা আছে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। নবীন শিক্ষার্থীরা দেশ ও জাতির কর্ণধার। তিনি বলেন,শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে। যাতে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আধুনিক বিশ্বে কী ঘটছে? তা শিক্ষার্থীদের জানতে হবে।

তিনি আরো বলেন,বিদ্যালয় জ্ঞান আহরণের জায়গা। এখানে যে যত বেশি জ্ঞান আহরণের চেষ্টা করবে, সে তত বেশি জ্ঞানে সমৃদ্ধ হবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সঠিক ইতিহাস জানার মাধ্যমে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
ডৌবাড়ী ঘোড়াইল কলেজের আয়োজনে মোঃ মিছবাহ আহমদের সঞ্চালনায় ও জেলা পরিষদ সদস্য সুভাষ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, রমজান রূপজান একাডেমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল হক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আসলাম,জালালাবাদ গ্যাসের উপ-পরিচালক মোহাম্মদ আলী খোকন ও কোওর বাজার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যনন্দ দাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।