
একটি আদর্শ সমাজ বিনির্মাণের সর্বগ্রাসী মাদক সেবন বহন ও বিপনণ প্রধান অন্তরায়। এই উপলব্ধিকে জাগ্রতকরণ, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ একটি কল্যাণকামী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে জাফলংয়ে মাদক ও অ-সামাজিক কার্যকলাপ প্রতিরোধে জাফলংয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাফলংয়ের পশ্চিম কালিনগর ও পাথর টিলা গ্রামবাসীর যৌথ উদ্যোগে শুক্রবার রাত ৯ ঘটিকার সময় স্থানীয় বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের কার্যালয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক আব্দুল হাফিজ মিয়ার সভাপতিত্বে মাদক ও অ-সামাজিক কার্যকলাপ প্রতিরোধে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান (আরজু মাষ্টার)।
এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, পশ্চিম কালিনগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দেলওয়ার হোসেন, ইউপি সদস্য জালাল হোসেন, বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জুবের আহমেদ, বিশিষ্ট মুরব্বি আক্কাছ আলী, মফিজ মিয়া, আইনুল ইসলাম প্রমুখ।

মাদক ও অ-সামাজিক কার্যকলাপ প্রতিরোধে অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি আমাদের সমাজে একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোরভাবে সোচ্চার হতে হবে। আমাদের আগামী প্রজন্মকে সুস্থ ও নিরাপদ রাখতে এই এলাকাকে যে কোন মূল্যে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।