
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলেন সিলেটে প্রিন্টিং প্রেসের সেবার প্রত্যয় নিয়ে শাহপরাণ অত্যাধুনিক প্রযুক্তির সিটিপির যাত্রা আজ থেকে শুরু হলো। সিলেটে প্রিন্টিং জগতে শাহপরাণ সিটিপি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। সিটিপি (কম্পিউটার টু প্লেট) প্রযুক্তি যেমন সময় বাঁচাবে তেমনি গতানুগতিক প্লেট মেকিংয়ের চেয়ে খরচও বাঁচাবে। সিলেটে এই প্রযুক্তির আারেকটি মেশিন স্থাপন করায় উদ্যোক্তাদের আসি ধন্যবাদ জানাই। গতকাল রবিবার সিলেটের লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেটে শাহ পরাণ সিটিপির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আজহারুল ইসলাম চৌধুরী, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমদ, লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেটের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব নজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রেসের মালিকগণ ছাড়াও অন্যান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।