ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কবিতা
  5. খেলাধুলা
  6. গোয়াইনঘাট
  7. জাতীয়
  8. জৈন্তাপুর
  9. প্রচ্ছদ
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফ স্টাইল
   
আজকের সর্বশেষ সবখবর

ইমরানের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইলেন গোয়াইনঘাট আওয়ামী লীগ!

এম এ মতিন ! সহযোগী সম্পাদক
অক্টোবর ১৯, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূইয়া, সাবেক কমান্ডার ডাঃ আব্দুল মালিক, নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সামসুল আলম, সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, লুৎফুল হক, নাছির উদ্দিন, ফারুক আহমদ, আব্দুল লতিফ প্রমুখ। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন। তিনি জানান গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন ৬ ঘন্টা কার্যকরী কমিটির সভায় বক্তারা
২০০১-এর নির্বাচনে হারার পর
বিএনপির যে অত্যাচার-নির্যাতনের বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন? বক্তারা বলেন সে নির্যাতনের কথা ভুলে গেছেন নাকি ? তাহলে এবার বোঝেন যদি আপনারা সামনের নির্বাচনে ক্ষমতায় আসতে না পারেন, তাহলে আমাদের নেতাকর্মী—তাদের সঙ্গে কী নির্যাতন হবে। আর বাংলাদেশটার অবস্থা কী হবে। ওরা তো লুটে খাবে। এরা তো লুটেরা। হাজার হাজার কোটি টাকা চুরি করে এখন লন্ডনে বসে যত রকম অপকর্ম করে যাচ্ছে।’ তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন ধরে রাখতে চাইলে ইমারান আহমদের বিকল্প নেই বলে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।