
সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহী পিকআপ খাদে পড়ে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখাল নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পর্যটকবাহী পিকআপ (ঢাকা মেট্র ট ১৭-৭১১০) খাদে পড়ে ২জন নিহত ও ৭জন আহত হয়েছেন।
এ ঘটনায় নিহতরা হল ঢাকা কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিন কানারচর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর (৩০) ও সাভার থানার চরতোলাতলি গ্রামের আ: কাদের মিয়ার ছেল মোহায়মীন (২৮)।
আহতরা হলেন ঢাকা কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), ঢাকা কদমতলীর রুবেল আলম (২৮), ঢাকা লংঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), ঢাকা কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুল এর ছেলে মিন্টু (২৫) এবং নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬) এছাড়া অন্য দুইজনের নাম জানা যায়নী ৷
আহতদের সাথে আলাপ করে জানাযায়, তারা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে পিকআপ নিয়ে সিলেট আসেন ৷ মাজার জিয়ারত শেষে সিলেট হতে জাফলং বেড়াতে রওয়ানা হয়। পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহত এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং নিহতদের প্রাথমিক সুরাতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিওএম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।