ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কবিতা
  5. খেলাধুলা
  6. গোয়াইনঘাট
  7. জাতীয়
  8. জৈন্তাপুর
  9. প্রচ্ছদ
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফ স্টাইল
   
আজকের সর্বশেষ সবখবর

জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন: সভাপতি হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর

নাজিম আহমেদ | বার্তা সম্পাদক
নভেম্বর ১৫, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ শুরু হয়। পরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মালিক সদস্য রুবেল আহমদ এবং প্রিসাইডিং অফিসার মাহফুজুর রহমান। এতে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি হুসেন মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল মিয়া মটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ২০৯ ভেট। সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম মই প্রতীক নিয়ে ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী বই প্রতীক নিয়ে পেয়েছেন ২১৯ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তারা হলেন, মো. জাবেদ মিয়া প্রথম, আলী হোসেন দ্বিতীয়, তাজুল ইসলাম তৃতীয়, মো. এরশাদ চতুর্থ এবং সমির মিয়া পঞ্চম হয়েছেন। এছাড়াও কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাদ্দাম হোসেন ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।