
নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট -৪ আসন (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) উপজেলা থেকে ৬ (ছয়) বারের নির্বাচিত এমপি ইমরান আহমদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আসলাম, সাধারন সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী প্রমুখ।