বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের র্যালি অনুষ্ঠিত


“Rethinking Tourism, পর্যটনের নতুন ভাবনা” প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমানের নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।