
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। রবিবার ৪ জুন ২০২৩ শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে নাসিরনগর অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া। মাধ্যমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধি করা, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদের প্রতিষ্ঠানে ধরে রাখা। পরিচালনা, ব্যবস্থাপনা এবং পরিচালন পদ্ধতি শক্তিশালীকরণ এর উপর দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন, ১৭ টি স্কুল, কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক,পরিচালনা কমিটির সভাপতি, সদস্যসহ সহকারী শিক্ষকগণ।