
এস.এম জামাল উদ্দিন শামীমঃ ময়মনসিংহের ফুলপুরে ককটেল সহ তিন যুবক কে গ্রেফতার করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পৌরসভার চর কাজিয়াকান্দা পুরাতন ডাক বাংলোর পিছনে এক ভাড়া বাসা থেকে তাদের গ্রেফার করে পুলিশ।এসময় তল্লাশি করে ১৮ টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আমুয়াকান্দা এলাকার ফখর উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (২০) উপজেলার বওলা সুতারাপাড়া তালুকদার বাড়ির গোলাম মওলা তালুকদারের ছেলে জুনায়েদ আল হাবিব (১৯) এবং দিউ এলাকার কবির হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২০)
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।