দোয়ারাবাজারে এক দিনে দুই ‘অনাকাঙ্ক্ষিত’ মৃত্যু

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩
নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে একই দিনে ‘অনাকাঙ্ক্ষিত’ দুই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্টে এবং অপরজন পানিতে ডুবে।

জানা গেছে, দোয়ারাবাজারে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম (৫৫) নামে এক দিনমজুর মারা গেছেন। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৭ টায় উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের কাটাখালি নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জহুরুল ইসলাম স্থানীয় ইদনপুর গ্রামের সৈকত আলী ছেলে।

দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, দোয়ারাবাজারে পুকুরে ডুবে পাবেল মিয়া (১৭) নামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে  উপজেলা সুরমা ইউনিয়নের নুরপুর জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মংলা মিয়ার ছেলে।

মংলা মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারেরর সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে  যায় পাবেল।  রাতভর অনেক খোঁজাখুঁজির শুক্রবার সকালে গ্রামের মসজিদের পুকুরে তার লাশ ভাসতে দেখে যায়। স্থানীয়রা পুলিশে খবর দেন।

দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।