রুহিয়ায় ইউএনও গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩
নিউজটি শেয়ার করুন

রুহিয়ায় ইউএনও গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টন

রুহিয়ায় ইউএনও গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৯জানুয়ারি) সন্ধ্যায় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চত্বরে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ঠাকুরগাঁওয়ের সিয়াম-সাধনকে পরাজিত করে চ্যাম্পিয়নত্ব ছিনিয়ে নেয় পঞ্চগড় জেলার নিপু-রাফা।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ সোহেল রানা, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহেলা,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ বিভিন্ন ইউপি সদস্য বৃন্দ।

খেলা শেষ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রুপকে দেয়া হয় ১০ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড এবং রানার আপ গ্রুপকে দেয়া হয় ৫ হাজার টাকা সমমূল্যের প্রাইজবন্ড।