আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


কে.এম লিমন: আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে আমির মিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সভাপতি সামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শফিউল আলম সেলিম, গভর্ণিং বডির শিক্ষাঅনুরাগী আব্দুল মালিক, সসদ্য ফখরুল ইসলাম, হোসেন আহমদ রুহেল, শামসুল হক, শাহানা আক্তার সোমা, সাবেক সদস্য শামীম আল মামুন মনির, আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি অধ্যক্ষ বেলাল উদ্দিন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান মিয়া, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান লিলু, পূর্ব জাফলং যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসাইন, আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ পারভেজ লাভলু, রফিক সরকার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুর ইসলাম খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ আহমেদ প্রমুখ।