

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে অটো শ্রমিক ও ব্যবসায়ীদের সাথে সতর্কতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মার্চ) বিকেলে জাফলংয়ের খাসিয়াপল্লী এলাকায় জাফলং ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন, খাসিয়া পল্লী বাজার সমিতির সভাপতি মৃদুল সরকার, খাসিয়া পল্লী অটো শ্রমিক সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীবৃন্দ।
সভায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ী ও শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা, যাতায়াতে পর্যটকদের সুবিধা এবং নির্ধারিত ভাড়া প্রদান করার জন্য অটো শ্রমিকদের সাথে আলোচনা করা হয়।
এ ব্যাপারে জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. রতন শেখ বলেন, পর্যটনেকন্দ্রে ভ্রমণপিপাসুরা এসে যাতে কোনভাবেই ভোগান্তিতে না পড়েন সে জন্য সেখানকার অটো শ্রমিকদের সতর্ক করা হয়। পাশাপাশি জাফলংয়ে আগত সম্মানিত পর্যটকবৃন্দের সাথে সৌহার্দপূর্ণ আচরণ ও তাঁদেরকে সেবার হাত বাড়িয়ে দিতে হবে। কোনভাবেই যাতে পর্যটকরা ব্যবসায়ীদের প্রতি অসন্তুষ্ট না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যদি কোন ব্যবসায়ী বা অটো শ্রমিক সম্মানিত সকল পর্যটকদের সাথে প্রতারিত বা হয়রানী করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।