বাংলাদেশ সফরে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি টিম: তামাবিলে ফুললে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান


কে.এম লিমন: ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি চ্যাপ্টারস্থ ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লি:’র আসাম-মেঘালয় রাজ্যের ৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি টিম বাংলাদেশ সফরে এসেছেন। ব্যবসায়ী এ প্রতিনিধি টিমে আছেন মেঘালয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লি:’র জেনারেল সেক্রেটারী এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ গুয়াহাটি চ্যাপ্টারস্থ ভাইস-প্রেসিডেন্ট শ্রী ডলি খংলো, পরিচালক শাহ মোহাম্মদ ফরিদ, জয়েন্ট সেক্রেটারী শ্রী গৌরভ মেধি, সদস্য চানমিক লামিন ও কমেন মিরচিয়াং।
শুক্রবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ব্যবসায়ী টিম বাংলাদেশ প্রবেশ করলে তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপ তাদের-কে স্বাগত জানান এবং ফুললে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে। শুভেচ্ছা গ্রহণকালে ভারতীয় প্রতিনিধি টিমও বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দকে অসমিয়া উত্তরণ উপহার দিয়ে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি হাজী মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া (ছোট রুবেল), অর্থ সম্পাদক আব্দুল আহাদ, সদস্য জাকির হোসেন (আর্মি), রফিকুল ইসলাম শাহপরান, আইয়ব আলী, সৈয়দ শামীম আহমদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ভারতের এ প্রতিনিধি দলটি ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)’র ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘বাংলাদেশ বিজনেস সামিট -২০২৩’ এ অংশ গ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে সরকারে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবেন।