আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশের সবকিছুর ন্যায় খেলা ধুলায়ও বিজয়কেতন উড়ছে… নাসির উদ্দিন

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
নিউজটি শেয়ার করুন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রেখে সুশৃঙ্খল জীবন যাপনে উদ্বুদ্ধ করে এবং দেশকে আন্তর্জাতিক মণ্ডলে তুলে ধরার সুযোগ দেয়। ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানুষ শৃঙ্খলা শেখে ও আত্মবিশ্বাসী হয়। মানুষ খেলাধুলা ও সংস্কৃতি থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে শিখে। এটি মনে রেখে শেখ হাসিনার সরকার দেশে খেলাধুলা ও সংস্কৃতির আরো বিকাশে গুরুত্ব দিচ্ছে। আমাদের দেশ একসময় খেলাধুলায় পিছিয়ে ছিল। অনেক বাধা ছিল। কিন্তু আল্লাহর রহমতে সেসব বাধা দূর করেছে এই সরকার। আমরা সেসব বাধাবিপত্তি অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশের সবকিছুর ন্যায় খেলা ধুলায়ও বিজয়কেতন উড়ছে।
সোমবার (১৩ মার্চ) রাতে গোয়াইনঘাটের জাফলংয়ে ইয়াং স্টার ক্রিকেটার্স কর্তৃক আয়োজিত নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে ও গোয়ানঘাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়ানঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ও প্রবীণ মুরুব্বী আখলাস মিয়া, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন খাঁন আনু, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, পিয়াইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ইনসাদ হোসাইন রাজিব, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমেদ, লাখের পার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।