জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন শিশুমনের অধিকারী: সিলেটের পুলিশ সুপার

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩
নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতির পিতা ছিলেন শিশুমনের অধিকারী একজন মানুষ। শিশুদের সাথে তিনি গল্প করতেন, খেলা করতেন। তিনি নিজের জন্মদিনে শিশুদের সাথে সময় কাটাতে ভালবাসতেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দিবে। তোমরা জীবনে অনেক বড় হও, ভাল মানুষ হয়ে গড়ে ওঠো, সৃজনশীলতা ও নতুনের আহ্বানে সামনে এগিয়ে যাও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালন উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেট বাগবাড়ি শিশু পরিবার ছোটমনি নিবাসে শুক্রবার (১৭ মার্চ) দুপুরে শিশুদের মাঝে মিষ্টি, কেক ও বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস চন্দ্র সরকারের
সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণের সময় আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তাদের মাঝেই বঙ্গবন্ধু বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা, গরীব-দুঃখী মানুষের প্রতি ভালবাসা ও তাদের দুঃখ দূর করার প্রতিজ্ঞা বঙ্গবন্ধুকে রাজনীতিতে নিয়ে আসে। ধীরে ধীরে তিনি হয়ে উঠেন বাঙালির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার
শেখ মোহাম্মদ সেলিম, সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বণিক প্রমুখ। এ সময় শতাধিক এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিরা, এছাড়াও শিশুদের খাওয়ানো হয় মিষ্টি এবং উপস্থিত সকল শিশুদের সাথে নিয়ে কাটা হয় কেক।