
এস.এম জামাল উদ্দিন শামীমঃ ময়মনসিংহের মুক্তাগাছায় আন্তঃজেলা চোর চক্রের সদস্য সোহেল রানার ছেলে মো.বিল্লাল হোসেন (১৯) কে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
তাকে উপজেলার মিয়ার বাজার এলাকা থেকে ৫ জুন সোমবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
বিল্লাল উপজেলার কাটবওলা গ্রামের সোহেল রানার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ যুগান্তরকে জানান,সে আন্তঃজেলা চোর চক্রের একজন অন্যতম সদস্য। চলতি মাসের ৩ জুন কাটবওয়া গ্রামের এক কৃষকের ছেলো মেশিন চুরি করে জঙ্গলে লুকিয়ে রাখে। অবশেষে ৫ জুন সোহেল রানার ছেলে বিল্লালকে গ্রেফতার করা হলে,সে চুরির দায় স্বীকার করে। পরে জঙ্গল থেকে ছেলো মেশিনটি উদ্ধার করা হয়।
আসামীকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।