
তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮জুন) সকাল ৯ ঘটিকায় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী উপজেলার আল-বারাকাহ মুহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদরাসার ঈদগাহ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ এই নামাযের ইমামতি করেন আল-বারাকাহ মুহাম্মদিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফয়জুর রহমান। দোয়া পরিচালনা করেন জামিয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মান্নান গৌরীনগরী। বিশেষ এই নামাজ ও দোয়ায় স্থানীয় শতশত মুসল্লি, আলেম ও ওলামা অংশগ্রহণ করেন। নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা শতশত মুসুল্লি অংশ নেন। দোয়াতে মুসল্লীরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে যেনো সিলেটবাসী তথা পূর্ণ বাংলাদেশেকে মুক্তি দান করেন, সেজন্য প্রার্থনা করেন। এছাড়াও মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফয়জুর রহমান সকল জায়গায় এলাকার সর্বস্তরের মানুষজনকে নিয়ে বিশেষ নামাজ আদায় করার বিনীত অনুরোধ জানান।