
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টির জন্য সমন্বয়কারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৮ জুন নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এর সঞ্চালনায় “আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ” এই শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া,৷ ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, হরিপুুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনসুর আলী ভূইয়া, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড নাছির উদ্দীন প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিগণ।