হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
নিউজটি শেয়ার করুন

জাফলং নিউজ ডেস্ক:

রাজধানীর হাজারীবাগে আবিদ হাসান (২৩) নামে এক যুবক  ছুরিকাঘাতে খুন হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটায় গজমহল ক্লাব এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা শাহীদ উদ্দিন জানান, কে বা কারা বাসা থেকে ফোনে ডেকে নিয়ে গজমহল এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আবিদকে। পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত আবিদ হাসান ১৪৩ গজমহল হাজারীবাগের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিন ভাই এবং এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।  সে চামড়ার মানিব্যাগের  ব্যবসা করতেন।

পরি/ শা.আ