
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের শান্তিনগর এলাকার তামাবিল হাইওয়ে রোড থেকে বিজিবি কেম্প পর্যন্ত চলাচলে উপযোগী করতে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ইউনিয় পরিষদ উন্নয়ন সহায়তা (বিবিজি) তহবিল থেকে ১৫০ফুট সিসি ডালাই রাস্তার এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থীত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সদস্য ফারুক আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগ সভাপতি আফাজ উদ্দিন, যুবলীগের আহবায়ক সিনিয়র সদস্য শফিকুল ইসলাম আজাদ, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আয়নাল হক,তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শান্তি নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফরহাদ মিয়া, সোনাটিলা জামে মসজিদের সভাপতি জাকির হোসেন মানিক, যুবলীগ নেতা সোহেল আহমেদ, ব্যবসায়ি ফজলুল হক ভূইয়া, প্রমূখ। মানুষের যাতায়াতের সুবিধার্থে এ রাস্তাটির সংস্কার কাজ করা হয়। এ ব্যাপারে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে এই রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছে। এই রাস্তাটির জন্য এক লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডেই রাস্তার কাজ করা হচ্ছে। আমার ইউনিয়নের যেকোন যায়গায় রাস্তার বেহাল দশা থাকলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আমার ইউনিয়নের পক্ষ থেকে রাস্তাগুলো সঠিকভাবে সংস্কার করে দেওয়ার। আপনারা দোয়া করবেন আমি যেন আমার সকল মেম্বারদের নিয়ে পূর্ব জাফলং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে পারি।