
আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদে সরকারি ছুটি তিন দিনের পরিবর্তে চার দিন করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ছুটি এক দিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
২৯ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। যদিও বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে। হিজরি বর্ষপঞ্জি অনুসারে পবিত্র জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
উল্লেখ্য, এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়ানো হয়েছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।