
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে ফয়েজ আহমদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফয়েজ উপজেলার লাকী গ্রামের মাঝপাড়ার বাসিন্দা মখলিছুর রহমানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
দুই নং ওয়ার্ড সদস্য আলা উদ্দীন জানান, সকাল সাড়ে ৮ টায় ফয়েজ আহমদ হাওরে মাছ ধরতে গেলে সে বজ্রপাতের শিকার হয়।
বিষয়টি নিশ্চিত করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।