
আমির উদ্দিন :–পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজারে গতকাল মঙ্গলবার বাদ মাগরিব স্হানীয় স্ট্যান্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক সংগঠনের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুস্তমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলেমান আহমদ,ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক শফিকুর রহমান, ইউপি সদস্য আবুল কালাম, নিজাম উদ্দিন, ফারুক আহমদ, সিএনজির ম্যানেজার সাদিকুর রহমান, সাংবাদিক আমির উদ্দিন প্রমুখ। এতে সর্ব সম্মতি ক্রমে মাতুরতল বাজার থেকে উনাইর ভাঙ্গা পর্যন্ত ২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এবং উনাইর ভাঙ্গা থেকে গোয়াইনঘাট পর্যন্ত ১৫ টাকার ভাড়ার প্রস্তাবনা আলোচনা করা হয়, খেয়া পারাপারের যাত্রী প্রতি ৫ টাকা, মটর সাইকেল প্রতি ২০ টাকা এবং সিএনজি প্রতি ৫০ টাকা নিশ্চয়নের বিষয় টি ব্যাপকভাবে আলোচিত হয়। আলোচনায় কলেজ ছাত্রদের নৌকা ভাড়া মওকুফ এবং কলেজ ছাত্রদের জন্য উনাই থেকে কলেজ পর্যন্ত ভাড়া কমানোর প্রস্তাবনা তুলে ধরা হয়। সর্বশেষ পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর আন্তরিকতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।