
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে নৌকার মাঝিদের নিয়ে ট্যুরিস্ট পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে জাফলং ট্যুরিস্ট পুলিশের আয়োজনে জাফলংয়ের খাসিয়া পল্লী নৌকাঘাটে হাত নৌকা ও ইঞ্জিন চালিত নৌকার মাঝিদের নিয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের আয়োজনে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন। নৌকা মাঝিদের পক্ষে বক্তব্য রাখেন কামাল হোসেন। সভায় জাফলংয়ে ভ্রমণে আসা সকল পর্যটকদের সাথে ভালো ব্যবহার করার পাশাপাশি নির্ধারিত ভাড়া এক ঘন্টা ৬০০ টাকার অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সে জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নৌকার মাঝিদের অনুরোধ করা হয়। একই সাথে ভরা মৌসুমে নৌকা চলাচলের সময় মাঝিসহ নৌকা চলাচলরত সকল পর্যটকদের লাইফ জ্যাকেট পরিধান করা এবং নদীতে স্রোত বেশি থাকলে নিরাপত্তা জনিতকারণে পর্যটকদের বুঝিয়ে নৌকাঘাট থেকে নৌকা চলাচল না করা ও বিভিন্ন নিরাপত্তা বিষয়ে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়।