
আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জিয়া স্মৃতি পাঠাগার ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক হোসেন, সহ সভাপতি কাজল রহমান, সাধারণ সম্পাদক সিরাজুস সালেকীন, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান মিঠু, অর্থ সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্যরা। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।