
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ তিনদিনের সফরে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। শুক্রবার ৩০ জুন বিকালে সিলেটে এসে পৌঁছাবেন তিনি। সন্ধ্যা সাতটায় সিলেট সার্কিট হাউজ হলরুমে সিলেট শহরে বসবাসরত গোয়াইনঘাট জৈন্তা ও কোম্পানীগঞ্জবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।পরদিন শনিবার ১ জুন সকাল আটটায় জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা করে ৯ টায় হযরত মাওলানা শায়খুল হাদিস মুফতি ইউসুফ আলীর কবর জিয়ারত শেষে সাড়ে দশটায় জৈন্তাপুর উপজেলা অডিটরিয়ামে ও বিকাল সাড়ে তিনটায় গোয়াইনঘাট উপজেলা হল রুমে আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বিকাল পাছটায় গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা সাতটায় গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভায় উপস্থিত হবেন।পরিশেষে তিনি রাত আটটায় শ্রীপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তৃতীয় দিন রবিবার ২ জুন মন্ত্রী ইমরান সকাল ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইসাকলস ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিকাল চারটায় কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। সন্ধ্যা ছয়টায় মন্ত্রী ইমরান কোম্পানীগঞ্জ হইতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। মন্ত্রীর সরকারি এই সফরে সফরসঙ্গী হিসাবে থাকবেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম।