
পর্যটন কেন্দ্র জাফলংয়ে লাইসেন্সবিহীন ক্যাবল টেলিভিশন অপরেটার ও আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৮ জুন) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স না থাকায় পর্যটন কেন্দ্র জাফলংয়ের জাফলং ক্যাবল নেটওয়ার্ককে ৫০ হাজার টাকা, মা-মণি ক্যাবল নেটওয়ার্ককে ৭০ হাজার টাকা, হোটেল মেঘালয়কে ১০ হাজার টাকা ও রিভারভিউ রিসোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই এমরুল কবীরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, সরকারের নিয়ম নিতির তুয়াক্কা না করে জাফলংয়ের দুটি ক্যাবল টেলিভিশন অপরেটার ও আবাসিক হোটেল গুলো অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। আজকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং লাইসেন্স করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।